===================
আমি কি মানুষ
মনুষ্যত্ব কি আমার মধ্যে আছে?
বর্বরতার শৃঙ্খল ভাঙ্গার
চেতনা কি আমার জাগে?
আমি নিজ স্বার্থে বলিয়ান
চক্ষু মেলিয়া দেখিনা ফিরে;
কত অসহায়, কত নিরাশ্রয়
দিন-যাপনে সংগ্রাম করে।
দু’হাত, দু’পা, দু’কান, দু’চোখ
আর ইয়া বড় এক মস্তক
এই আমার গঠন-বরণ;
সাত অর্ধ হস্ত গড়ন
বক্ষ তাহার উর্ধ্ব ধরন
চেতনায় ঘেরা দেহাবরণ।
আমি জাগতে পারিনা, জাগাতে পারিনা
পারিনা গর্জে উঠতে।
আমি আমার আমিকে দাঁড়াতে পারিকি
মানবতার ফাঁসি’র মঞ্চে?
আমি কি মানুষ,
মনুষ্যত্ব কি আমার মধ্যে আছে?