নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার (২৪-০৩-২০২০) দিনাজপুরের দশমাইল-রংপুর সড়কে করোনা ভাইরাসের আতঙ্কে জন- মানবহীন দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ বা জরুরী কোন কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তা- ঘাট, বাজার, মাঠ ইত্যাদি স্থান হয়ে পড়ছে জনমানবহীন।
যদিও প্রয়োজনের তাগিদে অনেকে ঘরের বাইরে বের হচ্ছে। কিন্তু অধিকাংশই মাস্কহীন অবস্থায় চলাচল করছেন। এমনি মাস্কহীন এক পথচারীকে মাস্ক না পড়ার কারণ জানতে চাইলে তিনি মাস্কের অতিরিক্ত মূল্যের কথা বলে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘একটা ২০/৩০ টাকা দামের মাস্ক দোকানে ৫০/৫৫ টাকায় বিক্রি করছে আর এখন পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি চাউল পাওয়া যাচ্ছে। আমরা গরিব মানুষেরা এত টাকা দিয়ে চাল কিনব নাকি মাস্ক কিনব?’ আরো এক পথচারী বলেন, ‘হামরা গবির মানুষ, হামার এত টাকা দিয়া মাক্স না কিনি এক সের চাউল কিনলে গোটা সংসারের মানুষ দুই বার খাবার পারিমো। এদিক চাউলের দামো বারিছে আবার মাক্সের দামো বারিছে, এখন হামরা ভাতে মরিমো না মাক্সে মরিমো সরকার ঠিক করুক।’
চীনে করোনা ভাইরাসের মহামারীর পর সারা বিশ্বে তা ছড়িয়ে পড়লে বিশ্ব করোনা আতঙ্কে তটস্থ হয়ে পড়েছে। ইতোমধ্যেই সারা দেশে করোনা মোকাবেলায় ও দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে।