
‘করোনা একটা দুর্বল ভাইরাস’
তারিখঃ ২৩শে মার্চ, ২০২০
নিজস্ব সংবাদদাতাঃ
সারা বিশ্ব যখন কভিড-১৯ এর আতঙ্কে তটস্থ ঠিক তখনও বাংলাদেশের জনমনে করোনা ঠাট্টার বিষয় হয়েই রয়েছে। আজ সোমবার (২৩-৩-২০২০) দিনাজপুর সদর উপজেলার সুন্দবন গ্রামে সরেজমিনে দেখা মিলে বেশকিছু তরুণ একসাথে বসে আড্ডা দিচ্ছে। এহেন পরিস্থিতিতে আড্ডা দেওয়া বিষয়ে জানতে চাইলে একজন বলে, ‘এখনও আমাদের এই দিকে করোনা আসেনি তাছাড়া বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের দেশে তো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম।’ রিমন নামে আরেক তরুণ বলে, ‘করোনা তো একটা দুর্বল ভাইরাস, এটা যাদের আক্রান্ত করছে তাদের যদি অন্য রোগ থাকে সেই রোগের কারণেই মূলক তার মৃত্যু হচ্ছে।’
এদিকে একই গ্রামের গুয়াপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজনের দেখা মেলে। অনেকটা গোপনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু সরকার যেখানে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন কিভাবে সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়? এমন প্রশ্নের জবাব খুজতে গেলে জানা যায়, একই পাড়ায় একজন গ্রাম পুলিশ, একজন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন সচিবের বাড়ি।