আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদকঃ হিলফুল ফুজুল একটি অরাজনৈতিক সংগঠন। এটি ২০২০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠা লাভ করে। মূলত দিনাজপুর জেলার সদর উপজেলার ঝানজিরা গ্রামের উদ্দ্যোগী কিছু যুবক সংগঠনটি সম্পর্কে পরিকল্পনা করে।
নতুন তৈরি এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করে আসছে। বর্তমান সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের আক্রমণে সংক্রমিত ঠিক তখনও করোনা ভাইরাস যাতে বিস্তার লাভ করতে না পারে এজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এই সংগঠনের প্রত্যেকটি কর্মী প্রত্যেকদিন বিভিন্ন মসজিদ গুলো পরিষ্কার করছে, রাস্তাঘাট, দোকানপাঠ, এমনকি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জীবনুনাশক দ্রবন স্প্রে করে তাদের কর্মসূচি পালন করেতেছে। এমনকি বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন মানুষের কাছে তারা হ্যান্ড স্যানিটারাইজড, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করতেছে। বিভিন্ন মানুষের কাছে গিয়ে সচেতন করারও উদ্দ্যোগ গ্রহন করেছে সংগঠনটি।
এলাকাবাসীরা এই সংগঠনের প্রতি সন্তুষ্ট এবং এই সংগঠনের যারা কর্মী রয়েছে তারা এলাকাবাসীর জন্য কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করে।
Post Views:
263