জুবায়ের আহমেদ জীবন, নিজস্ব সংবাদদাতাঃ লকডাউন ঘোষণার পর দিনাজপুরের বিভিন্ন সড়ক জনমানবহীন বিরান জনপদে পরিণত হয়েছে। আজ রোববার (১৯-৪-২০২০) দিনাজপুর শহর, কলেজমোড়- দশমাইল- রাণীরবন্দর- কাচিনীয়া বাজারসহ প্রভৃতি স্থান সরেজমিনে জনমানবহীন অবস্থায় দেখা যায়। তবে জীবিকার তাগিদে অনেকেই যত্রতত্র চলা ফেরা করছেন; বেশ কিছু স্থানে অপেক্ষা করে দেখা যায় প্রশাসনের আসার খবর পেলেই জোটবদ্ধতা থেকে ছুটাছুটি করে পালিয়ে যাচ্ছেন। প্রশাসনিক বাহিনী চলে গেলে পূণরায় জোটবদ্ধ হচ্ছেন।
সাগর (ছদ্মনাম) নামের শিক্ষিত যুবক ডেইলি দিনাজপুর ডট কম’কে বলেন, ‘আমাদের দিনাজপুর জেলা যে লকডাউন ঘোষণা করা হয়েছে আমরা জানতামি না যদিনা তেঁতুলিয়া ইউনিয়নের মাইকিং শুনতে না পেতাম। আর লকডাউন মানার কথা বলছেন আমাদের ওয়ার্ড মেম্বারা ও চৌকিদাররাই ঠিক মতো মানে না তাহলে তাদের জনগন কিভাবে মানবে!’ ওয়ার্ড মেম্বার, চৌকিদাররাই মানেনা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘মানেনা বলতে তারা নিজেরাই মাস্কহীন হয়ে ঘুরছেন, ৫/৭জনের লোক সমাগম করছেন। তাছাড়া এই করোনা ভাইরাসের শুরু থেকে আজ অবধি আমাদের ২নং সুন্দরবন ইউনিয়নের উদ্যোগে কোন সচেতনতামূলক মাইকিং, পোস্টারিংয়ের ব্যবস্থা করা হয়নি।’ তার কাছ থেকে এমন তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট বক্তির সাথে কথা বললে (নাম না প্রকাশের শর্তে) তিনি বলেন, ‘ইতিপূর্বে যত (গত দুই- তিনকে ইঙ্গিত করে) চেয়ারম্যান ছিল তাদের সময়ও একই ঘটনা ঘটেছে। মাইকিং না করেও শেষে দেখা যায় মাইকিং বাবদ চার/পাঁচ হাজার টাকা ভাউচার দেখানো হয়।’