হে নাবিক!
তুমি কি দেখছো না?
সে তোমার নাও যে ক্রমশ
ভীড়ছে মাতাল জলে
এসেছো কোথায়? অনিয়ন্ত্রিত
জোয়ারের কবলে!
তরণী তোমার ক্রমাগত মিশে
আঁধার পথের পাড়ি
ওঠো,
এসে দেখো হায়নারক কত
লুকিয়ে পেতেছে আড়ি।
পথের তারার মেঘে ঢাকা রুপে
কোথায় পড়েছো এসে?
যাত্রিরা সবে ভীত সংকিত খোদা
নাম জপে রেশে।
তুমি কি শোনোনা?
মেঘনাদ ওই কালোর আকাশ
জুড়ে!
শিকারি পাখিরা মরদেহ খেতে
ঝাকে ঝাকে শুধু ওড়ে।
সময় আছে এখনো,
যদি যেতে চাও,
পেতে চাও ফিরে পথ,
মাঝিমল্লার দলে যাও যারা ক্লান্ত
দিনের স্রোত।
তোমার কিশতির ভাঙা পালেও
পেতে পারো উদ্ধার,
মাঝ সাগরের তুমুল যুদ্ধে জয়
করো সব পার।
তুমি তাকিয়ে দেখো!
সেথায় আলোর ছোয়া পড়ে।
যেথা হতে মাঝি দল নিয়ে সবে
বাড়ি ফিরে পথ ধরে।
মরিয়া হয়ে খুঁজে ফিরো কেনো
কোথায় তোমার দিক?
অক্ষরে সেথা লেখা আছে পথ
চেয়ে দেখো হে জীবন নাবিক।