মোঃ শরিফুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর শহরের চাউলিয়া পট্টি ও মুন্সিপাড়া সহ বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবা।
“মানবতার সেবা” দিনাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। দিনাজপুরের কয়েকজন তরুনদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠনটির সদস্যরা নিজের ব্যক্তিগত শ্রমে মানবতার কল্যানমূলক কার্যক্রম করে আসছে। সেই সাথে সমাজের অসহায়, গরীব ও দুঃস্থ ব্যাক্তিদের নানা ভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দিনাজপুর শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রায় ২০০ টি পরিবারকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে সংগঠনটির কার্যনির্বাহী সভাপতি রুবাইতা রেনু কথা বলেন, আমরা মানবতার কল্যানে কাজ করি। এতে যদি কোন বাধা আসে তবুও আমরা কাজ করে যাবো। আমরা সফল হবোই ইনশাআল্লাহ।
সংগঠনটির কার্যনির্বাহী সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সহকারি সভাপতি মোঃ রাকিব, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রমজানুল মোবারক শাহীন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও সহকারি সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, সংগঠনের উপদেষ্টা আতিব সাঈদ সহ আবির, তানভীর খান, মমিন, কোরবানী আলী, সুমন ও আরো অনেকে। সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামিলীগের সেক্রেটারি খালেকুজ্জামান রাজু। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তি বাবু ও দিনাজপুর শহর আওয়ামিলীগের ২নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মোঃ মহিবুল।
আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয় মাঠ ও মুন্সিপাড়া একাডেমি স্কুল মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।