জুবায়ের আহমেদ জীবন, নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ (৮ সেপ্টেম্বর) উদযাপন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘আমাদের কাজ হবে আগে একটি জরিপ করা। কতজন মানুষ এখনও নিরক্ষর আছেন সেই হিসেবটা বের করা। এ বিষয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিওগুলো সহযোগিতা করতে পারেন। সেই তালিকা করে আমাদের যেসব শিক্ষার্থীরা এসএসসি বা এইচএসসি পরীক্ষার পর ফাঁকা সময় পান সেই সময়টা তারা এসব মানুষের জন্য কাজ করতে পারেন। এই কাজগুলো করতে হবে স্বেচ্ছায়৷ যারা আগ্রহী তারাই এসব কাজে এগিয়ে এসে নিরক্ষরতা দূর করতে বিরাট ভূমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানাউল ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমর কুমার রায় চৌধুরী, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহবুবা আক্তারসহ অনেকেই।