
জুবায়ের আহমেদ জীবন, নিজস্ব প্রতিবেদকঃ দু’দিনের ভারী বর্ষন আর উজান থেকে নেমে আসা ডলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী সংযুক্ত নালা দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। বন্যার জলে ফুলে ফেঁপে ভয়ঙ্কর দানবীয় রূপ নিয়েছে দিনাজপুরের আত্রাই নদী।

করোনা পরিস্থিতিতে বন্যা আশঙ্কা যেন মরার উপর খাঁড়ার ঘাঁ। গেল ২০১৭ সালের আগষ্টের মাঝামাঝি সময়ের বন্যার ভয়াবহতার কথা এখনও ভুলেনি নদী পাড়ের মানুষ। আবারো সেই একই আশঙ্কা বিরাজ করছে জনমনে।
এরইমধ্যে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। গেল কয়েক বছরের চেয়ে এবারের বন্যা হবে আরো দীর্ঘস্থায়ী, পুরো মাসে এসব জেলার মানুষকে বন্যার সাথে লড়াই করতে হবে। তবে মাসের শেষের দিকে পানি কমার কথা বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ।