তাফহিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে ও বৃষ্টিতে আম, লিচুর মুকুল সহ বিভিন্ন ঘর বাড়ী ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি পড়ায় চলতি মৌসুমের আম, লিচু, ভুট্টা, গম সহ অন্যান ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কাল বৈশাখী ঝড়ের ফলে গাছ-পালা ভেঙ্গে গেছে এবং কোনো কোনো এলাকায় বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারদের সাথে মুঠোফোনে আলাপ করলে তারা জানান, কোন ইউনিয়ন বা কোন এলাকা হতে কাল বৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।