খালিদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ও দিনাজপুর জেলা শাখার নির্দেশে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় ।
জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খানসামা উপজেলায় বিভিন্ন জায়গায় বৃক্ষের চারা রোপন করা হয়।
উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সিনিয়র নেতারা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আজ শনিবার দুপুর ১:৩০ মিনিটে পাকেরহাট সরকারি কলেজ জামে মসজিদের সামনে বৃক্ষ রোপন করার মাধমে উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ইউনিয়নগুলোতে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষের চারার মধ্যে ছিল জাম,জলপাই পেয়ারাসহ বিভিন্ন ফলের গাছ।
উপজেলায় মোট ৫০০ চারা রোপন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খানসামা উপজেলার নেতাকর্মীরা।