আব্দুল্লাহ আল হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও অসহায় দরিদ্রদের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ ছাত্র অধিকার ও প্রবাসী কল্যান পরিষদ দিনাজপুুুর শাখা।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, দিনাজপুর শাখার উদ্যোগে গতকাল, ২৩-০৫-২০ (শনি বার) মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র ৩২ টি পরিবারের মাঝে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়।
এছাড়া একই দিনে প্রবাসী কল্যাণ পরিষদের অর্থায়নে ১০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার সমগ্রী বিতরণ করা হয়।
ছাত্র অধিকার পরিষদের হাবিপ্রবি শাখার সভাপতি ফাহিমের তত্বাবধায়নে ঈদ সমগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কোটা সংষ্কার আন্দোলনের দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক আকরামুল হোক আবির।
কোটা সংষ্কার আন্দোলনের দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক আকরামুল হোক আবির বলেন, করোনাভাইরাসের এই সংকটময় মহূর্তে পবিত্র ঈদুল ফিতর আসন্ন, কিন্তু মানুষের আয় না থাকায়, মানুষ আজ অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। এসব অসহায় মানুষের জন্য,ছাত্র অধিকার পরিষদের ক্ষুদ্র প্রয়াস। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঈদ সমগ্রীর মধ্যে ছিল, চিনি, সেমাই ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্র।
এসময় ছাত্র অধিকার পরিষের বিভিন্ন স্তরের নেতা, কর্মীরাও উপস্থিত ছিলেন।
Agie jak manobata.