জুবায়ের আহমেদ জীবন, নিজস্ব প্রতিবেদকঃ পাটের আশানুরূপ উৎপাদন না হওয়ায় হতাশ হয়ে পড়ছেন দিনাজপুরের খানসামা উপজেলার পাট চাষীরা।
বীজ বপনের শুরুর দিক থেকেই আকাশের বৃষ্টির কারণে ব্যহত হয়েছে পাটগাছের বেড়ে ওঠা। ফলে ভালো উৎপাদন সম্ভব হয়নি। পাটের আশানুরূপ উৎপাদন নাহওয়ার কারণ হিসেবে কয়েকজন অভিজ্ঞ কৃষক ডেইলি দিনাজপুরকে বলেন, এবারে বর্ষণের কারণেই পাট এমন হয়েছে। যেসময় গাছ বেড়ে ওঠে ও-ই সময় থেকেই বর্ষণ শুরু হয়।
আরো এক কৃষক হতাশ হয়ে বলেন, দেশের এই অবস্থায় হাতে টাকা-পয়সা নাই, পাটও ভালো উৎপাদন হয় নাই। যতটুকু উৎপাদন হয়েছে তা দিয়ে আবাদের খরচও উঠবেনা তারপর আবার সামনে কুরবানির ঈদ।