মোঃ তাফহিমুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার কলেজ মোড়ে বাসের নিচে পিষ্ট হয়ে সুজন নামের এক ব্যক্তির মৃত্যু। আহত হয় আরও একজন।
আজ শনিবার বেলা ২টার দিকে দিনাজপুর জেলার সদর উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো: সুজন(৪০) এর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা ভূষিরবন্দর গ্রামে । নিহত মোঃ: সুজন পেশায় একজন মোটর শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা যায়, নিহত সুজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন । দিনাজপুর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা আহনাফ এন্টারপ্রাইজ নামের একটি বাস কলেজ মোড় এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাড়িয়ে থাকা সুজনের উপর চাপা দেয় এবং বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই সাথে আহত হয় আরও একজন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাসটির চালক একজন পেশায় হেলপার।