জুবায়ের আহমেদ জীবন, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নে নিয়মিত ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা প্রদান করছে সিএফসি।
করোনা ভাইরাস জনিত কারণে কর্মহীন, অসহায় ও দুঃস্থ্য মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিচ্ছে সিএফসি। সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক দূরত্বতা বজায় রাখার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে এ সংগঠনটি।
স্বাস্থ্যকর্মী খাদিজা ও কমলা কান্ত জানান, এ পর্যন্ত প্রায় দেড় হাজারেরও অধিক কর্মহীন, অসহায় ও দুঃস্থ্য মানুষদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে।স্বাস্থ্যসেবা নিতে আসা ওমর ফারুক এমন ভূয়সী কাজকে অভিনন্দন জানিয়ে বলেন, এটা একটা সুন্দর উদ্যোগ, এতে অনেক মানুষ উপকৃত হবে। এর পরের ক্যাম্পেইন কোথায় হবে জানতে চাইলে স্বাস্থ্যকর্মীরা জানান, এরপর আমরা খোসালপুর ও তার আশেপাশেই অবস্থান করব।