ডেইলি দিনাজপুর ডেস্কঃ দিনাজপুর শহরের ইকবাল স্কুল মোড় থেকে উত্তর দিকে অরবিন্দ শিশু হাসপাতালের সামনের রাস্তার পাশে এইভাবে পড়ে থাকা ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ। কিছু আবর্জনা রাস্তার উপরে উঠে আসায় সাধারণ মানুষের চলাচলেও বিঘ্নতার সৃষ্টি হচ্ছে।
আশেপাশের বাসা বাড়ির ময়লা আবর্জনা ও হাসপাতালের ময়লা আবর্জনায় এই স্তুপের সৃষ্টি হয়েছে। এতে পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ জীবাণুরও সৃষ্টি হয়। সেই সাথে জমে থাকা এই ময়লা আবর্জনার কারণে সাধারণ মানুষের দূর্ভোগের শেষ নেই। দূর-দূরান্ত থেকে আসা হাসপাতালের রোগী, পথচারী, এলাকার বাসিন্দারা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই ময়লা আবর্জনার দূর্গন্ধ থেকে। এর পাশেই আছে একটি বড় মসজিদ। এই মসজিদে নামায পড়তে আসা মুসল্লীরাও এর দূর্গন্ধ থেকে রেহাই পাচ্ছে না। তাই খুব দ্রুতই এর একটি প্রতিকার করা দরকার।
দিনাজপুর পৌরসভার কর্তৃপক্ষের কাছে আবেদন এগুলি দ্রুত অপঃসারণ করে এখানে একটি ডাস্টবিন তৈরি করে দিলে এই দূর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকার সাধারণ মানুষ। সেই সাথে দিনাজপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকেও পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসীরা।