দিনাজপুর থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও শহরে আটো রিক্সার দাপট দেখা গেছে। রেল স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি বা কোন ট্রেন আসেনি। আনেক যাত্রিকে ট্রেনের টিকিটের টাকা ফেরত নিতে দেখা গেছে। ফেরত নিতে আসা যাত্রী রহিমার সাথে কথা হলে তিনি জানায়, ঢাকা যেতে চাইছিলাম তাই টিকিট কাটা এখন লকডাউনের জন্য ট্রেন বন্ধ যেতে পারবোনা তাি টিকিটের টাকা ফেরত নিতে আসছি।
এদিকে দিনাজপুরে সবচে বড় কাঁচা বাজার বাহাদুর বাজারে গিয়ে বেশ কয় একজন ক্রেতা সাথে কথা বললে তারা জানায়, লকডাউনে তো না খেয়ে বসে থাকতে পারিনা।আর সবাই যুদি সচেতন না হয় তাহলে তো সামাজিক দূরত্বে চলাচল করা যায়ন।
এদিকে লকডাউন বাস্তবায়নে জেলা প্রসাশনের বেশ তৎপরতা লক্ষ করা গেছে। সকাল থেকেই একদল ম্যাজিস্ট্রেট শহরে টহল দিতে দেখা গেছে।