উমর আলী, নবাবগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে কদম তলী ব্রীজে তুলশী গঙ্গা নদীতে গোসল করতে নেমে কনক কর্মকার (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুর ২ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া ইউনিয়নের শিমর (কামারপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। শিশু কনক কর্মকার ওই এলাকার বিমল কর্মকারের এর ছেলে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, পানিতে ডুবে শিশু নিখোঁজের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় মোঃ গোলাম আযম মনির বলেন, সোমবার দুপুরে শিমর (কামারপাড়া) গ্রামের কদম তলী ব্রীজের তুলশী গঙ্গা নদীতে প্রতিবেশি কয়েকজন শিশুসহ গোসলে নামে। এসময় নদীর পানি বেশি থাকায় হঠাৎকরে সে গভীরে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়রা ওই নদীর পানিতে অনেক খোঁজাখোজি করে না পেয়ে ডুবুরিদের খবর দেয় রংপুর থেকে ডুবুরিরা এসে শিশুটিকে উদ্ধার চেষ্টা চালিয়ে রাত ১০ টার দিকে শিশুটির লাশ নদী থেকে উদ্ধার করে।
ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির সৎকার এর প্রক্রিয়া চলতেছে।