মোঃ নাজমুল ইসলাম, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে।
তিনি আরও বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এখন স্বাবলম্বী হতে শিখেছে। পরিবার ও সমাজে নারীরা সিদ্ধান্ত নিতে পারছেন। সর্বত্র নারীর গ্রহণযোগ্যতা বেড়েছে। নারীরা আমাদের সমাজে সমানতালে এগিয়ে যাচ্ছে। নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা।
মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৪ মার্চ ২০২১ রোববার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে সাতখামার উচ্চ বিদ্যালয় মাঠে মরিচা ইউনিয়নের তৃণমুল নারী ফোরাম এর আয়োজনে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরিচা ইউনিয়নের তৃণমুল নারী ফোরামের সভাপতি সুবর্ণা রায় এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মরিচা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক চৌধুরী।
এর আগে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে এলজিইডি এর বাস্তবায়নে ৬৪ লাখ টাকা ব্যয়ে লোটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এলজিইডি এর বাস্তবায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে পূর্বপাড়া ডাবরা জিনেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি গোপাল।