ফরহাদ হোসেন, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়নের আমবাড়ী দৌলতপুর ভিতর পাড়া এলাকা থেকে মাদক বিক্রেতার গড ফাদার মাহিম বাবু ওরফে গোলাপ (২৪) কে ১শ ২০ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাকে গ্রেফতারের অভিযান চালানো হয়।
গোলাপ একজন মাদক সম্রাট দীর্ঘ দিন ধরে মাদকের সঙ্গে জড়িত। মাদক বিক্রি করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোলাপ উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর ভিতরপাড়ার ইলিয়াস হোসেন ওরফে বটাং এর ছেলে।
সেই সাথে ধ্বংস করে ফেলেছে যুবক এবং তরুণ ছেলেদেরকে। এলাকাবাসী মুখ খুলতে পারে না তার দাপটে। গত ২৮ শে আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর থানার সুযোগ্য অফিসার্স ইনচার্জ সুব্রত সরকার সোর্চের মাধ্যমে অবগত হন। সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ী গোলাপকে গ্রেফতার পূর্বক নিয়ে আসার জন্য এসআই এমদাদুর ও এএসআই আশরাফুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন।
ওসির নির্দেশ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ সদস্যরা এলাকায় গিয়ে মাদক সম্রাট গোলাপকে ও তার সঙ্গে থাকা ১শ ২০ বোতল ফেনসিডিল সহ থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি নিয়মিত মাদকের মামলা দায়ের করা হয়।