
জুবায়ের আহমেদ জীবন, দিনাজপুর সংবাদদাতাঃ কাল থেকে দিনাজপুরের বাহাদুর বাজারে আর বাজার হচ্ছে না। চলমান পরিস্থিতি ও সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এরকমই সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর জেলা প্রশাসক। এরই মধ্যে দিনাজপুর শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।
দিনাজপুরের ঐতিহ্যবাহী বাহাদুর বাজার মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সাময়িক অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে আগামীকাল(১১ই এপ্রিল) শনিবার হতে। আজ শুক্রবার ১০ই এপ্রিল দিনাজপুর জেলা প্রশাসন বিভাগ এ সিদ্ধান্ত নেয়। জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে আগামীকাল ১১ই এপ্রিল শনিবার থেকে বাহাদুর বাজারের পরিবর্তে বাজার বসবে জিলা স্কুল ও গোর-ই শহীদ বড় ময়দানে। পাইকারি বাজার বসবে দিনাজপুর জিলা স্কুল মাঠে এবং খুচরা কাঁচা বাজার বসবে গোর-ই শহীদ বড় ময়দানে। তবে বাজার চলবে দুপুর ১.০০টা পর্যন্ত।
আজ শুক্রবার বাহাদুর বাজারে সরেজমিনে দেখা যায়, অসচেতনভাবে একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে কাঁচামাল ক্রয়ে ব্যস্ত। প্রয়োজনে লোক জমায়েত হলেও তিন ফিট দূরত্বে অবস্থান করার সরকারি নির্দেশনা থাকলেও তা কেউ মানছেন না।
Post Views:
229