মনের ঘর
রেজাউল ইসলাম রেজা
==========================================
কালবোশেখি দমকা ঝড়ে
ভেঙ্গেছে শখের ঘর,
খোলাছাদে আকাশদেশে
বিজলী দেখায় ডর।
মুঠিভরা সাহস আমার
দূর করে দেয় ভয়,
দুচোখ যেন চাঁদেরকণা
আধার করে জয়।
নতুন করে স্বপ্ন দিয়ে
সাজাই মনের ঘর,
ইথার পাড়ে পৌছে দিলাম
বজ্রপাতের কণ্ঠস্বর।
Post Views:
225