জুবায়ের আহমেদ জীবন, নিজস্ব প্রতিবেদকঃ গত ২০ জুন করোনা পজেটিভ হওয়ার পর থেকে বেশ গুঞ্জনের সৃষ্টি হয়েছে নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে তার ভক্ত মহলে। এরি মাঝে গুঞ্জন ছড়িয়েছে তিনি করোনা নেগেটিভ।
তিনি করোনা নেগেটিভ নন তার সত্যতা জানিয়ে সাংসদ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি।
সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে মর্তুজা বলেন, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়। এর আগে ১৫ জুন করোনায় আক্রান্ত হন বিসিবির সাবেক অধিনায়ক মাশরাফির শাশুড়ি হোসনে আরা।