মোহাম্মদ রাসূল
================= ====================

মোহাম্মদ-রাসূল
গগণের উদারতা স্বর্গের শান্তি বাণী
নিয়ে এলে তুমি ওহে রাসূল।।
মর্ত্যের দ্বারে আতিথ্য কারণে
জগত জুড়ানো কল্যাণ সাধনে,
বদন তুলিয়া অক্ষয় পদচারণে
লুটিলো ধরণী আপনার পদতলে।
মহামানব হয়ে এলে দুনিয়া কোলে
পিতাহীন, নাই যার মাতা দুনিয়ায়
বিশ্বজনমের স্মৃতিপট-চারুবালে
গড়িলে ধরণী শান্ত দয়ায়।
দুর্গম পথ পদব্রজে গমন করে
করিলে নির্ভুল মানবজীবন,
রসের সামে আর শাস্ত্রধামে
সকলের মুখে আজ একি নাম রটে-
মোহাম্মদ রাসূল।।
Post Views:
497
Normally I do not learn article on blogs, but I
wish to say that this write-up very forced
me to check out and do it! Your writing style has been surprised
me. Thanks, very nice article.