দিনাজপুর সরকারি কলেজে সমাজতান্ত্রীক ছাত্রফ্রন্টের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে বাধা দিয়েছে কলেজ ছাত্রলীগ।
মঙ্গরবার সকাল ১১.৪৫মিনিটের দিকে কলেজের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১.৪৫ মিনিটে কলেজের কলা ভবনের সামনে অবস্থান নেন ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। এরপর তারা মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করতে থাকেন। এ সময় তারা ‘ ভর্তি বানিয্য রুখে দাও ‘ বলে স্লোগান দেয় । মিছিলের শেষ দিকে ক্যাম্পাসের কলা ভবনে পৌঁছলে ছাত্রলীগ কর্মীরা মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নেয় এবং তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে।
এসময় ছাত্রফ্রন্ট নেতা কর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের কর্মীরা বলেন ক্যাম্পাসে কোন কিছু করতে গেলে আগে ছাত্রলীগের কাছে অনুমতি নিতে হবে তাহলে ক্যাম্পাসে মিছিল মিটিং করতে পাবে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রফ্রন্টের কলেজ শাখার সভাপতি অজয় রায় বলেন, আমরা এই বাধা বা হামলাকে গনতন্ত্রের গলায় ছুরি চালানো মনে করি । আমরা ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করবে বলেও জানান তিনি।