কেন তিনি আত্মহত্যা করলেন? এমন প্রশ্ন আদ্যপান্ত খুজছেন পুলিশসহ সাধারণ সিনেমাপ্রীত মানুষেরা। তবে অনুমান করা হচ্ছে, অবশাদ গ্রস্থতা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নেন। দিন কতক আগেই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়। তবে কি এই দুই মৃত্যুর মাঝে কি কোন যোগসূত্র আছে? বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতার চরম পথ বেছে নেওয়ার কারণ কি অবশাদ? মুম্বাই পুলিশের বয়ান অনুযায়ী, প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনাই জোরালো। তবে আজ তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে। পটনা থেকে তাঁর পরিবার মুম্বই পৌঁছলে সোমবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
সুইসাইড ইজ় নট দ্য সলিউশন’… বড় পর্দায় তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছিছোরে’র এই সংলাপটি যেন ফিরে আসছিল এ দিন। শনিবার রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সুশান্তের বাবা।