আব্দুল্লাহ আল হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ কোভিট-১৯ এর ভয়াল থাবায় সারা বিশ্বে আজ নাজুক পরিস্থিতি। W.H.O সহ বিশ্বের বিভিন্ন সাস্থ্য সেবা সংস্থা যখন জনসাধারণ কে ঘর থেকে বের হতে বারণ করছে। ঠিক সে সময় কিশোরদের কে দেখা যায় তার বিপরীত চিত্র।
পাড়া,মহল্লার বিভিন্ন খেলার মাঠে এসব তরুণের উপস্থিতি চোখে পরার মতো। স্কুল, কলেজ বন্ধ দেওয়া হয়েছে করোনার ভয়াভয়তা না বাড়ার জন্য কিন্তু খেলায় মগ্ন কিশোরদের কাছে হোম কোয়ারেন্টাইন যেন খেলার মাঠ।
তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, স্কুল বন্ধ,পড়ার চাপ তেমন নেয়,তাই খেলা করছি। বিশেষ করে গ্রাম অঞ্চলের তরুণরা এ ব্যাপারে আরো বেশী উদাসীন।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশ কিশোরদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করছে। বাংলাদেশের মতো জনবহুলদেশে তরুণরা হয়ে উঠতে পারে করোনা ভাইরাসের নীরব বাহক,যদিনা এখনি এদের সচেতন না করা হয়।