এম আজম, ডেইলি দিনাজপুর ডেস্কঃ প্রার্থীদের দ্বন্দ্ব, নানা অভিযোগের ভিত্তিতে বিভিন্ন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে দিনাজপুরের বিরামপুর, বীরগঞ্জ ও সদর উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আজ শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। নির্বাচনী এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও নাগরিকদের নিরাপদে ভোটদানের জন্য পৌরসভার বিভিন্ন অঞ্চলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোটকেন্দ্রে নিরাপত্তা বিষয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবিসহ প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ জনের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ৩৯ জন ম্যাজিষ্ট্রেটও থাকবেন বলে তিনি জানান।
Post Views:
77